গনিতকে আরও আনন্দের আর মজার করতে এসেছে Goofi Math সিরিজের “Goofi Learn to Count Math Series Book GMS-L” বইটি। এই বইয়ের মাধ্যমে শিশুরা নাম্বার চেনা থেকে যোগ বিয়োগ করা পর্যন্ত শিখে যাবে। আনন্দদায়ক এবং মজার সব একটিভিটির দ্বারা গনিত শেখাটা এখন আরো সহজ হবে বাচ্চাদের জন্য।